যুবভারতীতে ইস্টবেঙ্গলের দাপট। এদিন আইএসএল-এর ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডর বিরুদ্ধে খেলতে নামে কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম্যাচে নর্থইস্টকে ৫-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভা এবং নন্দকুমারের।
এদিন ম্যাচের শুরু থেকে বোরহা হেরেরাকে খেলান কুয়াদ্রাত। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে ঝাপায় দু’দল। তবে এরই মধ্যে গোল পায় লাল-হলুদ। ম্যাচের ১৪ মিনিটে বোরহা হেরেরার দুরপাল্লার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর একের পর এক যায় কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় গোল পায় লাল-হলুদ। সল ক্রেস্পোর অনবদ্য স্কিলে মন্দার রাও দেশাই বল পেয়ে ক্রস বাড়ান ক্লেইটন সিলভার উদ্দেশে, যিনি হেডে গোল করতে কোনও ভুল করেননি। এরপর আক্রমণে গেলেও গোল করতে ব্যর্থ হয় নর্থইস্ট। যার ফলে প্রথমার্ধের ২-০ এগিয়ে থাকে কুয়াদ্রাতের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের লাল-হলুদের বজায় থাকে আক্রমণের ঝাঁঝ। যার ফলে ম্যাচের ৬২ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নাওরেমের বাড়ানো বল ধরে গোল করেন নন্দকুমার। এরপর ৬৬ মিনিটে আবার নন্দকুমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল এবং লাল হলুদ ব্রিগেডের চতুর্থ গোলটি করেন ক্লেইটন সিলভা। ৮১ মিনিটে পঞ্চম গোলটি করেন নন্দকুমার।
আরও পড়ুন:‘ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে ইংল্যান্ড’: ম্যাককুলাম