তেলেঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন বায়ুসেনার বিমানে দুর্ঘ.টনা, মৃ.ত ২ পাইলট

0
7

ফের একবার দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার পিলাটুস-পিসি৭এমকে২ বিমান। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার দিন্দিগুলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বায়ুসেনার দুই পাইলটের। মৃতদের মধ্যে এক জন প্রশিক্ষক এবং অন্য জন প্রশিক্ষণরত।

হায়দরাবাদের ভারতীয় বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে সোমবার সকালে উড়েছিল পিলাটুস-পিসি৭এমকে২ বিমানটি। বায়ুসেনায় প্রশিক্ষণের জন্য বিমানটি ব্যবহার করা হত। কিছু দূর এগোনোর পরেই বিমানটি আচমকা ভেঙে পড়ে। বিমানের ধ্বংসস্তূপে আগুন ধরে গিয়েছিল। বায়ুসেনার তরফে এই বিমান দুর্ঘটনার কথা জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয়। এর নেপথ্যে থাকতে পারে আবহাওয়াজনিত কারণ। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলেও হতে পারে এই বিপর্যয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনার তরফে তদন্তকারী দল গঠন করা হয়েছে। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির আশ্বাসও দিয়েছে সেনা। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “হায়দরাবাদের দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। দু’জন পাইলট আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি।”