বিশেষ স.ক্ষম মানুষদেরও কাজ দিতে হবে, বিশ্ব প্রতিবন্ধ.কতা দিবসে কর্পোরেট সংস্থার কাছে আর্জি শশী পাঁজার

0
1

বিশ্ব প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার মহাজাতি সদনে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে দুদিন ব্যাপী রোজগার মেলার উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা(sashi panja) এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। এই মেলা চাকরি পেতে ইচ্ছুক বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে বিভিন্ন কর্পোরেট সংস্থার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে বলে শশী পাঁজা জানান। বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে বিশেষভাবে সক্ষম মানুষদের কর্মসংস্থানে আরো তৎপর হতে তিনি অনুরোধ করেন।

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কর্পোরেট সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা শুধুমাত্র নতুন রাস্তা তৈরিতে শেষ হয়ে যায় না। বিশেষভাবে সক্ষম মানুষেরা যাতে আরো বেশি করে কাজের সুযোগ পান তার নিশ্চিত করতে সরকারের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির সৃষ্টিকারী মানুষ, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয়। মোট ৪০ জন ব্যক্তিকে পদক এবং ১৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- কান্তি-বিকাশের সঙ্গে একমঞ্চে অভিজিৎ! ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে