পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই কারণে, চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বেশি চর্চায় না গিয়ে কলকাতায় লোকসভা ভোটের দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল (TMC)। রবিবাসরীয় দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জেতানোর ডাক দিয়ে উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কলকাতা উত্তরে এখন সাংসদ তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায়। এবারের লোকসভা ভোটে প্রার্থীর নাম এখন ঘোষণা করেনি তৃণমূল। তবে দেওয়াল লিখে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। প্রার্থীর নামের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, ভিন রাজ্যের রাজনীতির সঙ্গে বাংলার ফারাক আছে। রাজ্যের মানুষ মা-মাটি-মানুষের সঙ্গে আছে। এখন থেকেই সেই কারণে দেওয়াল লিখে ভোটের প্রচার শুরু করল তৃণমূল।
তবে, প্রার্থীর নাম ঘোষণার আগে দেওয়াল লেখার প্রচলন নতুন নয়। এর আগেও অন্যান্য রাজনৈতিক দল এমনকী তৃণমূলও প্রতীক দিয়ে দেওয়াল লিখেছে। দলনেত্রীর নামেও বহু জায়গায় দেওয়াল লেখা হয়েছে। তবে, লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার মতো জায়গায় এই দেওয়াল লিখন উল্লেখযোগ্য।