কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে উদ্বোধন হল ভারতের সবচেয়ে বড়ো উৎসব স্পোর্ট এক্সপো-২০২৩। বডিবিল্ডিং, পাওয়ারলিফটিং, ক্রসফিট, আর্ম রেসলিং, ডান্স ফিটনেস, জুম্বা, ইয়োগা,মার্শাল আর্ট, মিক্সড কোম্বাল এবং স্পোর্টসের ৩২টি ফর্ম্যাট রয়েছে এই ফিটনেস উৎসবে।
এই এক্সপোর মূল উদ্দেশ্য হল খেলাধুলার বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিভাকে চিহ্নিত করে তাদের সম্মানিত করতে সাহায্য করা।ফিট এক্সপো ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল পোদ্দার,গগন সচদেব,রাধেশ্যাম গোয়েনকা, এইচ কে দ্বিবেদী, পরাগ ভাটিয়া ও বিশিষ্টরা।