Bihar: ফের হিজা.ব বিত.র্ক, স্কুলের অধ্যক্ষকে হু.মকি দিলেন অভিভাবকরা!

0
2

ক্লাসরুমে হিজাব পরা নিয়ে বিতর্ক বিহারে (Controversy over wearing hijab in classrooms)। সেখানকার এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভেতরে হিজাবে নিষেধাজ্ঞা জারি করায় অসন্তুষ্ট অভিভাবকরা। এমনকি স্কুল কর্তৃপক্ষকে তাঁরা হুমকি দিয়েছেন বলেও জানা যাচ্ছে। বিহারের শেখপুরার (Shekhpura, Bihar) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে স্কুল পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক (Block Education Officer) বলে জানা যাচ্ছে।

স্কুল সূত্রে খবর গত ২৯ নভেম্বর স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরতে বারণ করেন। এরপরই চড়াও হন অভিভাবকরা। রীতিমতো হুমকির সুরে তাঁরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব (Hijab) পরতে না দেওয়া হয় তাহলে তাঁরা স্কুলই চলতে দেবেন না! এরপরই জেলার শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ সিংকে (Om Prakash Singh) চিঠি লেখে স্কুল কর্তৃপক্ষ। তিনি বলছেন, ক্লাসে কোনও ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয় তাহলে আইনি পথে যেতে হবে। এর পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।