রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছিল ঠিক সকাল আটটায়।ঘণ্টাখানেক যেতে না যেতেই উত্তর ভারতের তিন রাজ্যে গেরুয়া শিবিরের এগিয়ে যাওয়ার ট্রেন্ড ধরা পড়ে। দুপুর দেড়টায় সেই একই ছবি।


রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে ৭৪টি তে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১০৮ টি আসনে এগিয়ে বিজেপি। এর মধ্যে ১৪টি আসনে বিজেপি প্রার্থী জয়ী ঘোষিত হয়েছেন। কংগ্রেসের ৮ প্রার্থী জয়ী হয়েছেন মরু রাজ্যে। মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের মধ্যে ১৫৯ আসনে এগিয়ে বিজেপি, যার মধ্যে ৩টি আসনে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই জয়ী হয়েছেন। অন্যদিকে ৬৮ আসনে এগিয়ে কংগ্রেস যার মধ্যে ১টি আসনে হাত শিবিরের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ে ৫৪ টি আসনে এগিয়ে বিজেপি কংগ্রেস এগিয়ে ৩৪ টি আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস ৬৪,বি আর এস ৪১ এবং বিজেপি ১১টি আসনে এগিয়ে রয়েছে।তিন রাজ্যে এগিয়ে বিজেপি, এক রাজ্যের ক্ষমতা দখল করার পথে কংগ্রেস। রাজস্থানে বিজেপি প্রার্থী বসুন্ধরা রাজে সিন্ধিয়া জয়ী হয়েছেন।বিজেপির বিশ্বনাথ মেঘলয়, দিয়া কুমারী জিতেছেন। কংগ্রেসের কিষান পোলে মরু রাজ্যে জয় পেয়েছেন।



 
 
 
 

































































































































