দুর্নীতি দমন করার জন্য তদন্ত করছেন যে ইডি আধিকারিকরা (ED officials) এবার তাঁদের দিকেই উঠল আঙুল। ঘুষ নেওয়ার অভিযোগে তামিলনাড়ু পুলিশ (Tamilnadu Police) শুক্রবার মাদুরাইয়ে এক ইডি কর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে। নাম অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari)। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ধৃত ইডি আধিকারিকের অফিস এবং বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর।


বিরোধী রাজ্যগুলোকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন দমানোর চেষ্টা করছি বিজেপি সরকার, তখন সর্ষের মধ্যেই ভূত! তিন কোটি টাকা ঘুষ চাওয়া এবং ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন কিন্তু এজেন্সির আধিকারিক। এর ফলে সদস্যদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে।এই ঘটনার সূত্র ধরে গোটা রাজ্যে ইডির বিরুদ্ধেই তল্লাশি অভিযান শুরু করেছে তামিলনাড়ু পুলিশ। ধৃত আধিকারিককে ১৫ ডিসেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।






































































































































