কর্ম সাথী প্রকল্প: প.রিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজে গতি আনতে উদ্যোগী রাজ্য

0
1

দুয়ারে সরকার শিবির শুরু হওয়ার আগেই কর্ম সাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তি করণের কাজে গতি আনতে রাজ্য সরকার বিশেষ অভিযানে নামছে। বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হবে। আগামী সোমবার থেকে শুরু হয়ে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। ১৫ই ডিসেম্বর থেকে রাজ্যে ফের একবার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেখানেও যথারীতি পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলবে। এই মর্মে সমস্ত জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজে আরো তৎপরতা আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে এখনও ৬ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি । তাঁদের নাম নথিভুক্ত করতে ব্লক স্তরে বিডিও এবং পুরসভা এলাকায় এগজিকিউটিভ অফিসাররা বিশেষ দায়িত্ব পালন করবেন। বাড়ি বাড়ি যাওয়ার জন্য পঞ্চায়েত স্তরের কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন জেলায় কত নাম তোলা হচ্ছে, তার রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে বলে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে।

উত্তর কাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ে ঘটনায় আটকে পড়েছিল বাংলার ৩ শ্রমিক। যদিও তাঁরা শেষ পর্যন্ত সুস্থ শরীরেই বাড়ি ফিরে আসতে পেরেছেন। সেই ঘটনার পরে পরেই এবার নতুন করে জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের চালু করা কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম তোলার বিষয়ে। পুজোর আগে রাজ্যে যে দুয়ারে সরকার হয়েছিল সেখানে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম তোলার ব্যবস্থা রাখা হয়েছিল। অনেক শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা সেই সময় শিবিরে গিয়ে এই প্রকল্পে শ্রমিকদের নাম তুলিয়েছেন। কিন্তু সব পরিযায়ী শ্রমিক সেই পথে হাঁটেননি। রাজ্যের আধিকারিকদের অভিমত, এখনও পর্যন্ত রাজ্যের ৮০ শতাংশের মতো পরিযায়ী শ্রমিকদের তথ্য রাজ্যের কাছে আছে। উত্তরাখণ্ডে বাংলার যে ও শ্রমিক আটকে পড়েছিলেন, তাঁদের কোনও তথ্যই সেই সময় রাজ্যের কাছে ছিল না। কেননা এই ৩ শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করেননি। আর তাই এবার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে তৎপর রাজ্য সরকার। তাই সব পরিযায়ী শ্রমিকের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য আগামী দুয়ারে সরকার শিবিরে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক এখনও তাঁদের নাম নথিভুক্ত না করানোয় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি শহরে বাড়ি বাড়ি গিয়ে এই নাম তোলার কাজ করানো হবে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গোটা ডিসেম্বর মাস ধরে চলবে এই কর্মসূচি।

জেলাশাসকদের পাঠানো মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, ১০ই নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলায় জেলায় বহু পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। তারপরও কিছু অংশের কাছে এখনও পৌঁছনো যায়নি। তাই বাড়ি বাড়ি গিয়ে নাম তোলার কাজ করতে হবে। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত ‘কর্মসাথী’ পোর্টালে ২১ লক্ষ ৬৬ হাজার পরিযায়ী শ্রমিকের নাম লিপিবদ্ধ করা হয়েছে। নভেম্বরে প্রায় ১০ লক্ষ নাম তোলার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এই সময়কালে ৮ লক্ষ মতো নাম নথিভুক্ত হয়েছে। বাকি প্রায় ৬ লক্ষের শ্রমিকের নাম পোর্টালে তুলতেই ডিসেম্বরজুড়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।