ভে.ঙে পড়বে ইতালির হেলানো মিনার! চূড়ান্ত স.তর্ক প্রশাসন

0
1

হেলানো মিনার বললেই সবার মনে প্রথম নাম আসে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য পিসার কথা। কিন্ত পিসা ছাড়াও একটি হেলানো মিনার আছে ইতালির (Italy) বিখ্যাত বোলোগনা শহরে। সেখানে গ্যারিসেন্ডা টাওয়ারও হেলানো। কিন্তু এখন সেটি রয়েছে বিপদের মুখে। আশঙ্কা ভেঙে পড়তে পারে ওই টাওয়ার (tower)।

গ্যারিসেন্ডা টাওয়ারের খ্যাতি এখন সময় বেশি ছিল। ১৫০ ফুট উচ্চতার এই টাওয়ারই ছিল একসময় শহরের সর্বোচ্চ। পিসার টাওয়ার যেখানে ৫ ডিগ্রি হেলে সেখানে গ্যারিসেন্ডা টাওয়ার ৪ ডিগ্রি হেলে রয়েছে। চতুর্দশ শতকে একবার ভেঙে পড়ার কারণে এই টাওয়ারকে (tower) ভেঙে অনেকটা ছোট করে দেওয়া হয়েছিল। তখন থেকে এই টাওয়ারে চড়ার উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এরপর টাওয়ারের অবস্থানের পরিবর্তনের উপর নজরদারি করার জন্য ২০১৯ সালে একটি সেন্সর বসানো হয়। অক্টোবরে গ্যারিসেন্ডার অবস্থানে পরিবর্তনের সময়ই প্রমাদ গোণে বোলোগনা প্রশাসন। শুরু হয় টাওয়ার সংরক্ষণের কাজ, পাশাপাশি শহরকে সুরক্ষিত রাখতেও নেওয়া হয় একগুচ্ছ পরিকল্পনা।

  • টাওয়ারকে ঘিরে ৫মিটার উঁচু ধাতব পাঁচিল তৈরি করা হচ্ছে, যাতে টাওয়ার থেকে পড়া ধ্বংসাবশেষ রক্ষা করা যাবে।
  • সেই সঙ্গে এটি টাওয়ারকে গোড়া থেকে মজবুত করার কাজও করা হবে।
  • পাথর ভেঙে পড়া আটকাতে ধাতব জালও লাগানো হবে।
  • শুধুমাত্র এই পাঁচিল তৈরিতেই খরচ হবে ৩.৭ মিলিয়ন পাউন্ড।

এই কাজ চলাকালীন সামনের একটি বাণিজ্যকেন্দ্রকে সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই এই মেরামতির কাজ সম্পূর্ণ হবে বলে বোলোগনা শহর প্রশাসনেক দাবি।