এক সপ্তাহে ৭ জন শিশু জন্মেছিল হাবড়ার এক বেসরকারি হাসপাতালে (Habra nurshinghome)। ইতিমধ্যেই এক দিনে তিন সদ্যজাতের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। শান্তিনিকেতন পলিক্লিনিক নামে ওই নার্সিংহোমে চিকিৎসার নামে ছেলেখেলা হচ্ছে এই অভিযোগ তুলে আজ সকাল থেকেই বিক্ষোভের শামিল হন স্থানীয়রা। মৃত শিশুদের অভিভাবকরা অভিযোগ করছেন রক্তে সংক্রমণ থেকেই একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও এই নিয়ে মুখে কুলুক কর্তৃপক্ষের।
সূত্রের খবর বেসরকারি এই হাসপাতালে গত এক সপ্তাহে স্বাস্থ্য পরিষেবার অবস্থা এতটাই বেহাল যে ফুটফুটে সদ্যোজাতদের মৃত্যু নিয়ে কোন পদক্ষেপ করা হচ্ছে না। এই হাসপাতালে যে বাচ্চারা জন্ম নিচ্ছে তাদের অন্যত্র নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বলছেন রক্তে ইনফেকশন থেকেই সমস্যা বাড়ছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। সাময়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি নজরে আসার পর আজ স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ওই বেসরকারি হাসপাতালে গেছেন বলে খবর।
অন্যদিকে এই হাবড়ারই বয়রাগাছি এলাকায় দুধে বিষ মিশিয়ে তিন বছরের শিশুকে খুন করার অভিযোগ আত্মীয়রা বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয়ে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান।