জয়ের আভাস মিলতেই ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম কোন্দলের আশঙ্কা

0
1

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যে কংগ্রেস যে ফের ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে একরকম নিশ্চিত ছিল হাইকম্যান্ড। তবে প্রশ্ন ছিল কত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা? বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে ছত্তিশগড়ে ক্ষমতায় এলেও বড় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কংগ্রেস। বরং টেনেটুনে ম্যাজিক ফিগার ছোঁবে হাত শিবির। নির্বাচনী ফলাফলের আভাস পাওয়ার পর আশঙ্কাও বেড়ে উঠেছে নকশাল উপদ্রুত এই রাজ্যে। তা হল মুখ্যমন্ত্রী পদে এবার কে বসবেন?

এমনিতে ছত্তিশগড়ে অঘোষিতভাবে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে (Bhupesh Baghel) মুখ করেই নির্বাচনে নেমেছিল কংগ্রেস। যদি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসত সেক্ষেত্রে বাঘেলের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনওরকম সমস্যা ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী কে হবে, সেটা ঠিক করবে দলের হাইকম্যান্ড। সেটাই ঐক্যবদ্ধভাবে সকলকে মেনে নিতে হবে। অর্থাৎ দল বড় জয় না পেলে বাঘেলের আনুগত্য তিনি মানবেন না, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন সিংদেও। তিনি জানিয়েছেন, “পাঁচ বছর অনেক ভুগেছি। এই আড়াই বছর-আড়াই বছরের কথাটা আমাদের সবার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এবার হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে সবাইকে মানতে হবে।” অর্থাৎ বলার অপেক্ষা রাখে না টিএস সিংদেও বার্তায় এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে দড়ি টানাটানি জারি থাকবে ছত্তিশগড়ে।

উল্লেখ্য, গতবারের বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি জারি ছিল ছত্তিশগড়ে। পরে দিল্লির তরফে ঠিক করে দেওয়া হয় আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন ভুপেশ বাঘেল। আর আড়াই বছর থাকবেন সিংদেও। যদিও পরে সে প্রতিশ্রুতি রাখা হয়নি। সেই সময় মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন সিংদেও। পরে অবশ্য বুঝিয়ে শুনিয়ে তাঁকে ফিরিয়ে আনে দল। উপমুখ্যমন্ত্রী করা হয়। সেই ক্ষোভ যে মনের ভিতর সিংদেও পুষে রেখেছেন তা এবার বেশ বোঝা যাচ্ছে তাঁর বার্তায়।