পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা প্রাক্তন এই পাক ক্রিকেটার

0
1

পাকিস্তান ক্রিকেট টিমের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হলো সলমন বাট, কামরান আকমল এবং রাও ইফতিকার অঞ্জুমকে। এদিন বিবৃতি দিয়ে এমনটাই জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, সেই দল বেছে নেওয়াই হবে এই পরামর্শদাতাদের প্রথম কাজ।

এদিন শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে পাক বোর্ড জানিয়েছে, নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা হিসাবে সলমন বাট, কামরান আকমল এবং রাও ইফতিকার অঞ্জুমকে নিয়োগ করা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছেন। অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, সেই দল বেছে নেওয়াই এই পরামর্শদাতাদের প্রথম কাজ হবে। নির্বাচনের কাজে যুক্ত না থাকার সময়ে তাঁরা স্কিল ক্যাম্প আয়োজনে সাহায্য করবেন।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমরা। এরপরই প্রশ্নের মুখে পরে বাবরের নেতৃত্ব। দেশে ফিরে অধিনায়কত্ব থেকে সরে দাড়ান বাবর। দল নিয়ে নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকুক রোহিতের হাতেই, মত মহারাজের