ফের শুভেন্দু অধিকারী জেলাতেই সবুজ ঝড়! সমবায় নির্বাচনে তৃণমূলের বিরাট জয়। উড়ল সবুজ আবির।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিরোধীদের পিছনে ফেলে জয়ের ধারা অব্যাহত রাখল শাসক তৃণমূল।ফলে বড় বড় বুলি আওড়ানো রাজ্যের বিরোধী দলনেতার জেলাতেই সমবায় সমিতির নির্বাচনে মুখ পুড়ল বিজেপির। যা জেলায় লোকসভা ভোটের আগে রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ৪৬। যার মধ্যে তৃণমূল জিতেছে ৩৬টি আসন। আর বিজেপি পেয়েছে মাত্র ১০টি আসন। গত কয়েক বছর ধরেই সমবায় সমিতি নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের ‘ক্লিন সুইপে’ দাঁত-ই ফোটাতে পারেনি পদ্ম শিবির। খোদ শুভেন্দুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে উল্লাস তৃণমূল কর্মী-সমর্থকদের।







































































































































