বিধানসভায় অনুমতি ছাড়া বিক্ষো*ভ নয়, নির্দেশ অধ্যক্ষের

0
3

বিধানসভায় নয়া নির্দেশ! যাবতীয় ধর্না বিক্ষোভ তথা প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। গত দুদিন ধরে যেভাবে শাসক বিরোধী তর্জায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তার জেরেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে স্পিকার জানিয়ে দেন, এ বার থেকে বিধানসভা (Assembly)চত্বরে কোনও রকম প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ বা মিটিং, মিছিল করা যাবে না। তিনি বলেন, গত দুদিনের ঘটনা কখনই কাঙ্খিত নয়। এতে বিধানসভা চত্বরে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে। তাই এবার থেকে যেকোনও কর্মসূচি করতে গেলে আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ যখন এই ঘোষণা করেন তখন বিরোধী দলের বিধায়করা অধিবেশনে উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি বিধায়কদের প্রতিবাদ থামাতেই স্পিকার এমন ঘোষণা করেছেন। সেক্ষেত্রে নির্দেশের কপি হাতে পেলে তিনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। স্পিকার জানিয়েছেন যে লবি , গাড়ি বারান্দা কোনও জায়গাতেই বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। অর্থাৎ এবার থেকে যে কোনও কর্মসূচির আগে স্পিকারকে তা জানানো এবং তাঁর অনুমতি নেওয়া বাধ্যতামূলক হল রাজ্য বিধানসভায়।