দুবাইতে বিশ্বমঞ্চে বক্তব্য রাখবেন মোদি

0
1

ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স-এ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই দুবাই পোঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কনফারেন্স অফ পার্টিস-এর ২৮তম সামিটে বক্তব্য রাখবেন তিনি। মূলত বিশ্বের আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত সমস্যা ও তার দীর্ঘস্থায়ী সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সামিটে বক্তব্য রাখার আগে এই সামিটকে বিশ্বের আবহাওয়া পরিবর্তন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। এই সামিটে যোগদানকারী দেশগুলির আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানান। পাশাপাশি এই দেশগুলির সম্মিলিত চেষ্টা গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাতে দুবাই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী সইফ বিন জায়েদ নাহায়ান। শুক্রবার দুবাইয়ে সামিটে তাঁকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ ও ইউনাইটেড নেশন্সের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েট্রেস। সামিটে বক্তব্য পেশের আগে প্রধানমন্ত্রী বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে আবহাওয়ার সংরক্ষণে আর্থিক ও প্রযুক্তিগত সাহায্যের বিষয়েও মত প্রকাশ করেন।