রবি নয়, সোমবার হবে মিজোরামের ভোট গণনা! কিন্তু কেন?

0
1

শেষ মুহূর্তে পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনা।মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিনবদল জাতীয় নির্বাচন কমিশনের। রবিবারই পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। মিজোরাম এনজিও কো-অর্ডিনেশন কমিটির গণনার দিন পিছনো নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এবার গণনার দিন পিছনোর সিদ্ধান্ত কমিশনের।

সপ্তাহের অন্য কোনও দিন গণনা হোক, এমনই দাবি করেছিল মিজোরামের একাধিক সংগঠন ও রাজনৈতিক দল। সেই অনুরোধে সাড়া দিয়েই গণনার দিন বদলের সিদ্ধান্ত কমিশনের। কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। এই অনুরোধ বিবেচনা করেই মিজোরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে।’’

আরও পড়ুন- শাহর সঙ্গে হেলিপ্যাডে হাত মেলাচ্ছেন কে? তু.মুল জল্পনা রাজ্য রাজনীতিতে