গাজায় (Gaza) যুদ্ধবিরতির (ceasefire) মেয়াদ নিয়ে টালবাহানার মধ্যেই ফের নতুন করে রক্ত ঝরল জেরুজালেমে (jerusalem)। এদিকে বৃহস্পতিবার ইজরায়েলের রাজধানী শহরের একটি প্রবেশপথের সামনে দুই জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। দুর্ঘটনায় তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন বলে খবর। পূর্ব জেরুজালেমের প্যালেস্টাইনি বসতি এলাকা থেকেই ওই জঙ্গিরা হামলা চালাতে এসেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে, ইজরায়েল (Israel) পুলিশ মনে করছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের (Hamas) গেরিলারাই হামলা চালিয়েছে।

এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যস্থতায় বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বেড়েছে। বৃহস্পতিবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। মধ্যস্থতাকারী দেশ কাতারের বিদেশ দফতরের মুখপাত্র মাজেদ আল–আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতি আরও এক দিন বাড়াতে ইজরায়েল এবং হামাস সম্মত হয়েছে। তবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকলেও পণবন্দি মুক্তি ও মানবিক সহায়তা পাঠানোর কাজ চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।











































































































































