ফের আগুন লাগার ঘটনা হাওড়ায়। ভস্মীভূত হয়ে গেল বেলুড়ে একটি প্লাস্টিকের গুদাম। শুক্রবার সকাল ১১টা নাগাদ বি কে পাল টেম্পল রোডের উপর ওই গুদামে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশপাশেও বেশ কিছু কারখানা ও জনবসতি রয়েছে। তার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছড়ায়। প্রথমে এলাকার মানুষেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের এক আধিকারিক জানান, গুদামে প্রচুর প্লাস্টিক মজুত ছিল। দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও তা নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। যদিও প্রাণহানির ঘটনা নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হবে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।






































































































































