নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের ক্ষ.তবিক্ষ.ত দে.হ! এলাকায় চাঞ্চল্য

0
1

নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম কাসেম আলি মোল্লা (৩৬)। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলির কর্মকার পাড়ায়। একটি ব্যানার ফেস্টুন তৈরির কারখানায় ঘটনা ঘটে। শুক্রবার সন্ধেবেলার দিকে কারখানার মধ্যে থেকে ঝগড়া-ঝামেলার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। সেইসময় ২/৩ জন ছিল বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, যুবকের মাথায় ভারী কিছু আঘাত করা হয়েছে। তাতেই মৃত্যু। কী ভাবে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দারাই কারখানার মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই যুবককে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

আরও পড়ুন- যু.দ্ধবিরতির মেয়াদ ফুরোনোর আগেই শুরু সংঘ.র্ষ! ফের উ.ত্ত.প্ত গাজা