৫০০ টাকার নোটের বিশাল মালায় সাজলেন বর! ভা*ইরাল ভিডিও

0
1

বিয়ের সিজনে হঠাৎ ভাইরাল বর। জমকালো শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি দিয়ে নাগরাই জুতো পায়ে হাজির বর। তবে নজর কাড়ল তাঁর গলায় ঝোলানো মালা। এক তলার ছাদ থেকে নীচের তলার মেঝে পর্যন্ত বিস্তৃত সেই মালা অবশ্য ফুলের নয়, বরং টাকার। ৫০০ টাকার মালায় সাজলেন হরিয়ানার কুরেশি গ্রামের যুবক। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মালা পরে বিয়ের পিঁড়িতে বর! মুহূর্তে ভাইরাল ভিডিও।

বরপক্ষ বলছে, ফুলের মতো নকশা করে ৫০০ টাকা দিয়ে মালা গাঁথতে প্রায় দিন দশেক সময় লেগেছে। আসলে বিয়েতে একটু অন্যরকম করার ভাবনা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন যুবক। মালায় মোট ২০ লক্ষ টাকা রয়েছে। ঘটনা ভাইরাল হতেই বিস্ময় প্রকাশ নেটিজেনদের। প্রায় ট্রেনের মতো লম্বা মালা পরে কী ভাবে হাঁটবেন বর, তা জানতে চেয়েছেন অনেকেই। কেউ কেউ আবার আয়কর দফতরকে খবর পাঠানোর কথাও বলেছেন।