ডোমকলের বিধায়কের বাড়িতে ১০০ ভরি সোনা উ.দ্ধার,দাবি সিবিআইয়ের

0
3

তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ সিবিআইয়ের। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হল আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা।একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্যালুয়েশন করানো হবে। প্রাথমিকভাবে গতকাল ডোমকলের সোনার দোকানের একজন ভ্যালুয়ারকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি ঠিমকতো ভ্যালুয়েশন করতে পারেননি। তাঁর অনুমান, উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ১০০ ভরি। এর পাশাপাশি, সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা। কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে তৃণমূল বিধায়ককে তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর।

প্রশ্ন উঠেছে, যিনি ১১ টি কলেজের মালিক, তার বাড়িতে যে পরিমান সোনা উদ্ধার হয়েছে সেটা মোটেও অস্বাভাবিক নয়। তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, উদ্ধার হওয়া টাকা তাঁর জমি বিক্রির। ডোমকলেই তৃণমূল বিধায়কের নামে রয়েছে ১১টি কলেজ! বিধায়ক-ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম কি চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার, কলকাতা থেকে জেলার আট জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এই অভিযানেই ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২৮ লক্ষ টাকা।