দ্রাবিড় সমস্যা মিটতেই এবার রোহিতকে নিয়ে আসরে নামল বিসিসিআই : সূত্র

0
1

সদ‍্য শেষ হয়েছে রাহুল দ্রাবিড় সমস‍্যা। ফের ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি করেছেন তিনি। দ্রাবিড় সমস্যা মিটলেও এবার শুরু সমস্যা রোহিত শর্মাকে নিয়ে। একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন ভারত অধিনায়ক। তিনি সাদা বলে খেলবেন কি না এখনও তা এখনও পরিষ্কার করে জানাননি। তবে বিসিসিআই চাইছে আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক। এখন দেখার রোহিত কী চান।

এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “হার্দিক ফিরে এলে কী হয় সেটাই এখন প্রশ্ন। বোর্ড চাইছে, রোহিত যদি টি-২০ খেলতে রাজি হয় তা হলে ও-ই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিক। বিশ্বকাপের আগে পর্যন্ত টি-২০ রোহিতই তাহলে দলের নেতা থাকবে। রোহিত রাজি না হলে দক্ষিণ আফ্রিকা সফরে সূর্য দলকে নেতৃত্ব দেবে।”

সম্প্রতি রোহিতকে টি-২০ ফর্ম‍্যাটে খেলতে দেখা যাচ্ছে না। কিন্তু বোর্ড চাইছে, রোহিতই আগামী টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিন। লিগামেন্টে চোট পেয়ে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তিনিই ইদানীং টি-২০ ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। রোহিত যদি দক্ষিণ আফ্রিকায় টি-২০ খেলতে রাজি না হন, তা হলে সূর্যকেই নেতৃত্বের ভার দেওয়া হতে পারে।

আরও পড়ুন:বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি