কলকাতা ডার্বিতে মাঠে নামলো না মোহনবাগান, ওয়াকওভার পেল লাল-হলুদ

0
4

কলকাতা লিগের ডার্বিতে মাঠে না নেমেই তিন পয়েন্ট পেল ইমামি ইস্টবেঙ্গল। দীর্ঘ টালবাহানার পর আজ কলকাতা লিগে ছিল ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্টের ম‍্যাচ। সেই ম‍্যাচ খেলতে ইস্টবেঙ্গল এলেও, মাঠে এলো না সবুজ-মেরুন দল। এক ঘন্টা অপেক্ষা করার পর লাল-হলুদকে ওয়াকওভার দিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার কলকাতা ডার্বি ম্যাচের প্রায় দু’ঘণ্টা আগেই ইস্টবেঙ্গলের টিম বাস ফুটবলারদের নিয়ে পৌঁছে গিয়েছিল নৈহাটি স্টেডিয়াম। কিছু ক্ষণ পরে লাল-হলুদ ফুটবলারেরা মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে থাকেন। কিন্তু মোহনবাগানের কোথাও দেখা মিলছিল না। ম্যাচ রেফারি জানান, এক ঘণ্টা অপেক্ষা করা হবে। তার মধ্যেও মোহনবাগানের ফুটবলারেরা মাঠে হাজির না হলে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করা হবে। সেটাই হয়। দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ৩টে বেজে গেলেও দেখা যায়নি মোহনবাগান দল বা তাদের কোনও কর্তাকে।

ডার্বি ঘোষণা হওয়ার পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল সবুজ-মেরুন শিবির। আর সেই কথা মতোই দল নামাল না মোহনবাগান। কলকাতা লিগের ভাগ্য আগেই ঠিক হয়ে গিয়েছিল। মহামেডান স্পোর্টিং আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। ফলে এই ডার্বি গুরুত্ব হারিয়েছিল।

বৃহস্পতিবার ডার্বি ম্যাচের তারিখ জানিয়ে দিয়েছিল আইএফএ। তবে সেই সময়ই মোহনবাগান তাদের আপত্তির কথা জানিয়েছিল। বুধবার সকালে মোহনবাগান আইএফএকে চিঠি দেয়। তাঁরা আবেদন করেন, ত্রিপাক্ষিক বৈঠক করে ম‍্যাচের দিন ও স্থান বদল করা হোক। মোহনবাগানের আইএসএল দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। সেই জন্য মূল দলে নেওয়া হচ্ছে রিজার্ভ দল থেকে আট ফুটবলারকে। আর সেই কারণেই বৃহস্পতিবার কলকাতা লিগের ডার্বি খেলতে সমস্যা মোহনবাগানের। কর্তাদের যুক্তি, কলকাতা লিগের ডার্বি খেলার মতো টিমই নেই তাদের। ম্যাচটা যুবভারতীতে হলে তাও বোঝা যেত। ম্যাচ খেলে দল চলে যেতে পারত হায়দরাবাদ। তাও করা হয়নি। নৈহাটিতে খেলে বিমান ধরা সম্ভব নয়।

কিন্তু সেই চিঠি পাওয়ার পর বুধবার দুপুরেই সচিব অনির্বান দত্ত পাল্টা চিঠি দিয়ে মোহনবাগানকে জানিয়ে দেন যে, বড় ম‍্যাচের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এখন হঠাৎ বৈঠক করার সময় নেই। বৃহস্পতিবার নৈহাটিতেই ডার্বি ম‍্যাচ তারা অন রাখছেন। এটাই আইএফএ-চূড়ান্ত সিদ্ধান্ত।

অন্যদিকে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও একটি চিঠি দেওয়া হয় আইএফএ-এর কাছে। সেখানে বকেয়া টাকা মেটানোর আর্জি জানানো হয়েছে। সেই ব্যাপারেও মুখ খুলেছেন আইএফএ সচিব। তিনি বলেন, “আমার কাছে চিঠিটা এসেছে। বললেই তো আর টাকা দিয়ে দেওয়া সম্ভব নয়, আইএফএ-র আর্থিক অবস্থাও ভালো নয়। তা সকলেই জানেন।”

মোহনবাগানও বৃহস্পতিবার ম‍্যাচ খেলতে নারাজ ছিল। ডার্বি ম‍্যাচে মাঠে দল না নামালে মোহনবাগানের কি ধরনের শাস্তি হতে পারে? জবাবে আইএফএ সচিব অনির্বান দত্ত জানান, “আইএফএ-এর সংবিধানে যা আছে সেটাই হবে।”

আরও পড়ুন:ভারতীয় ফুটবলে ম‍্যাচ গ.ড়াপেটার কা.লো ছায়া, ত.দন্তে AIFF