বিধানসভা ভোটে চূড়ান্ত প্রভাব ফেলেছিল প্রতিবেশী রাজ্য মণিপুরের হিংসা-সংঘর্ষ। পায়ের তলায় মাটি সরেছে ভোট প্রচারে গিয়েই বুঝেছিল গেরুয়া শিবির। সঙ্গে ছেড়ে সব জায়গায় একা লড়েছে বিজেপির একদা জোটসঙ্গী জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। ক্ষমতায় ফিরছে সেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। তবে, ক্ষমতাসীন দলকে জোর টক্কর জোরাম পিপলস মুভমেন্টের (ZPM)।
৭ নভেম্বর একটি দফায় ভোট হয়েছে মিজোরামে। মোট বিধানসভার সংখ্যা ৪০। ভোটদানের হার ৭৮.৪ শতাংশ। মোট প্রার্থী ১৭৪ জন। তফসিলি উপজাতিদের সংরক্ষিত ৩৯টি আসন। মোট ভোটার সংখ্যা ৮.৫২ লাখ।
বুথ ফেরৎ সমীক্ষা
Jan Ki Bat-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১০-১৪টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১৫ থেকে ২৫ আসন, কংগ্রেস পাবে ৫-৯টি আসন, বিজেপি ২টি পেতে পারে।
ABP-C Voters-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২৫টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৮ আসন, কংগ্রেস পাবে ২-৮টি আসন, বিজেপি কোনও আসন পাবে না।
Martiz -এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৭-২২টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ৭-১২ আসন, কংগ্রেস পাবে ৭-১০টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। অন্যান্যদল ২টি আসন পেতে পারে।
CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।