পর্ষদকে সুপ্রিম নির্দেশ মানতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, অ.নিশ্চিয়তায় ৪ হাজার প্রাথমিক শিক্ষক

0
1

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে জটিলতা। নয়া নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হতে পারেন প্রায় চার হাজার পরীক্ষার্থী। ১৮ মাসের ডিএল এর প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন না আগেই রায় দেন সুপ্রিম কোর্ট।১৮ মাসের  কোর্সে যারা ভর্তি হয়েছেন সেই সংখ্যাটা প্রায় ৪০০০ এর মত। তাদের ভবিষ্যৎ কি হবে?

শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবার সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, আগামী ৪ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিয়ে কোর্টে জানাতে হবে।প্রশিক্ষণ না নিয়েই অনেকে স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন। ২০১৭ সালে চাকরিরতদের জন্য ১৮ মাসের প্রশিক্ষণ কোর্স শুরু করে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (এনআইওএস)-এর মারফত ‘ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং’ কোর্স করানো শুরু হয়।

চাকরিরত হলেও বহু চাকরিপ্রার্থী সেখান থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেন। এদিকে তাঁদের অনেকে আবার চাকরির জন্য নতুন করে আবেদনও করেছেন। তাদেরই চাকরি প্রক্রিয়া থেকে বাদ যাওয়ার সম্ভাবনা বলে সূত্রের খবর।