বলিউড বাদশার স্টাইলেই বার্থডে সেলিব্রেশন টলি সুপারস্টার জিতের!

0
1

বৃহস্পতিবার বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) বসের জন্মদিন ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন জিৎ (Jeet)। অন্যান্য বছর এই একটা দিন পরিবারের সঙ্গে একান্তে কাটাতে পছন্দ করেন অভিনেতা। কিন্তু এবার খানিকটা ছক ভাঙলেন আর নকল করলেন শাহরুখ খানকে (Shahrukh Khan)। নিজের ৪৫ তম জন্মদিনে একেবারে রয়াল স্টাইলে অনুরাগীদের দর্শন দিলেন অভিনেতা জিৎ (Jeet’s birthday celebration)।

প্রিয় হিরোর জন্মদিন উপলক্ষ্যে আজ সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, শুভেচ্ছা বার্তা নিয়ে জিতের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। তাঁদের নিরাশ করেননি টলিউডের ‘বস’। বাড়ির প্রবেশপথে ‘শুভ জন্মদিন’ গেট করা হয়েছিল। বেলুন দিয়ে সাজানো হয়েছিল সবটাই। স্পিকারে বেজেছে জিতের ছবির গান। অনুরাগীরা মোবাইল হাতে নিয়ে রেডি ছিলেন। সুপারস্টার বারান্দায় আসতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠল ।ছাই রঙা জ্যাকেট পরে শাহরুখ স্টাইলেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন অভিনেতা। করজোড়ে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে। পরে তিনি নিজের অফিসে কর্মীদের সঙ্গেও কেক কেটেও জন্মদিন উদযাপন করেন।