সদ্য বাংলাদেশএর ক্ষমতাসীন দল আওয়ামী লিগে যোগ দিয়েছেন সে দেশের ক্রিকেটদলের অধিনায়ক সাকিব আল হাসান (Sakib Al Hasan)। আর যোগ দিতেই আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে শেখ হাসিনার দল। কিন্তু প্রচারের শুরুতেই ধাক্কা! নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে শোকজ করল বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশন।

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে সাকিবের (Sakib Al Hasan) নাম ঘোষণা করা হয়। এর পরই ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কামারখালি এলাকা থেকে রোড শো করেন তিনি। সাকিবকে সংবর্ধনা দেন তাঁর অনুগামীরা। অভিযোগ, এর জেরে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হয়। সেই কথা উল্লেখ করে, নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার চিঠিতে বলেন, প্রার্থী হিসেবে আদর্শ আচরণ বিধি- ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার লংঘন করেছেন সাকিব আল হাসান। সেই কারণে শোকজ করা হয়।

১ ডিসেম্বর বিকেলে ৩টের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে সাকিবকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।






































































































































