ধর্মতলায় শাহি সভার পরদিনই ফের কোমড় বেঁধে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সাত সকালে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেন সিবিআইয়ের একটি টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও।
সকাল ৮ টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে তেঘরিয়ায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে দমদম পার্কে আরও একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে পৌঁছায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।
এখানেই শেষ নয় দেবরাজ চক্রবর্তীর বিধায়ক-স্ত্রী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির গানের স্কুলেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে অদিতির একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে। সেখানেই তল্লাশির জন্য যায় সিবিআই টিম।