ওড়িশার জঙ্গলে দেখা মিলল বি.রল কালো চিতাবাঘের!

0
1

বাঘসুমারি চলাকালীন সন্ধান মিলল বিরল প্রাণীর। ওড়িশার জঙ্গলে দেখা গেল কালো চিতাবাঘকে (black leopard in Odisha)। ক্যামেরায় এই ছবি ধরা পড়া মাত্রই উচ্ছ্বসিত বনদফতরের আধিকারিকরা। এর আগে ময়ূরভঞ্জের সিমলিপাল ন্যাশনাল পার্কে দেখা গিয়েছিল কালো বাঘ। এবার দেখা মিলল কালো চিতাবাঘের।

অক্টোবর থেকেই বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার (Odisha Government)। এর মাঝেই ভয়ংকর সুন্দর কালো চিতা বাঘের দর্শন মিলল। বন্যপ্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন প্রাণীটির ছবি। একটা সময় প্রশ্ন উঠেছিল আদৌ কি ভারতের বুকে কালো চিতা বাঘের অস্তিত্ব রয়েছে? তবে আজকের এই ছবিতে সন্দেহের অবসান হল। নিরাপত্তার খাতিরে কোন ন্যাশনাল পার্কে তার দেখা মিলেছে তা জানানো হয়নি।