দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন।প্রতিবারই দিল্লির প্রগতি ময়দানের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার প্যাভিলিয়ন থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, বিভাগের তরফে প্যাভিলিয়নে স্টল থাকে। দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানা গিয়েছে, মাত্র ১৪ দিনে মোট ৫০ লক্ষ টাকারও বেশি অঙ্কের ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন। শুধুমাত্র বিশ্ব বাংলার স্টল থেকেই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকারও বেশি অঙ্কের। এবার যোগ হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ “বাংলার শাড়ি” নতুন এই স্টল থেকেই ব্যবসা এসেছে ২ লক্ষাধিক টাকার উপরে।

দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানা গিয়েছে , প্রায় প্রতিটি স্টল থেকেই এবার ভাল ব্যবসা হয়েছে। এমনকী, রাজ্যের মহিলা সমবায় থেকেও বিক্রি হয়েছে ৩ লক্ষ টাকার বেশি সামগ্রি। বাংলার প্রাচীন সংস্থা তন্তুজ সাড়ে ১১ লক্ষ টাকার বেশি অঙ্কের ব্যবসা করেছে। এবারের নতুন স্টল রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর থেকেও ব্যবসা প্রায় ৫৬ হাজার টাকার। সব মিলিয়ে রাজ্যের প্যাভিলিয়নের ১৫টি স্টল থেকে আয় হয়েছে ৫৩ লক্ষ ২৫ হাজার ৯৬৭ টাকার। এবারের বাণিজ্য মেলায় স্বচ্ছতার জন্যে পুরষ্কৃত হয়েছে বাংলা। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানান, এবার রাজ্যের প্যাভিলিয়ন রেকর্ড ব্যবসা করেছে।

একনজরে মোট ব্যবসার তালিকা-
বিশ্ব বাংলা ২,৬২,৯৩৪
তন্তুজ ১১,৬২,৮৯২
মঞ্জুসা ১,৬৭,৫৬৬
বঙ্গশ্রী ৩,৪৫,৬৫৬
বাংলার শাড়ি ২,০৯,৭১৮
খাদি ২,০২,১০০
মহিলা সমবায় ৩,৩৮,৪০০
আদিবাসী উন্নয়ন ৫৫,৯৯১
কৃষি বিপণন ৬৫,৮৯৫
বাংলার মিষ্টি ৬,১৭,৫০০
আরও পড়ুন- বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অ.বমাননা! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ক.ড়া প.দক্ষেপ স্পিকারের



































































































































