অ.মানবিক! বিহারে স্কুল বাসে ২ শিশুকে ধ.র্ষ.ণ, গ্রে.ফতার অ.ভিযুক্ত চালক 

0
1

অমানবিক! বাসের চালকের যৌন লালসার শিকার দুই খুদে ছাত্রী। বিহারের বেগুসরাই জেলার বীরপুরের ঘটনা। স্কুল বাসের মধ্যেই নার্সারির দুই খুদেকে ধর্ষণের অভিযোগ চালকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেফতার করা হয়েছে চালককে।

স্কুল থেকে বাড়ি ফেরার পথেই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এর পর তাদের বাড়িতে নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। ২ নির্যাতিতার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেন। জানান, মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ওই দুই শিশু। কীভাবে হল এমন অবস্থা জিজ্ঞাসা করায় তারা এই ঘটনার কথা জানিয়েছে। এরপরই অভিযুক্ত চালককে ধরে ফেলেন অভিভাবকরা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু।

অভিভাবকদের আরও অভিযোগ, মোবাইলে ধর্ষণের ভিডিও-ও রেকর্ড করে সিকান্দার রাই নামে ওই বাসের চালক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত বাস চালক সিকান্দারের সম্পর্কে খোঁজখবর না নিয়েই তাকে কাজে রেখেছিল স্কুল। এদিকে অভিযুক্তর দাবি, সে গত তিন বছর ধরে এই স্কুলে কাজ করছে। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছে সে।

আরও পড়ুন – আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূ.র্ণিঝড় মিগজাউম! কতটা প্রভাব রাজ্যে?