যাদের আছে ভুরিভুরি, সেই করে বেশি চু.রি! বাংলার বকেয়া নিয়ে BJP-কে বিঁ.ধে তী.ব্র ক.টাক্ষ মমতার

0
1

কথায় কথায় বাংলার শাসকদলের নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ দেয় বিরোধীরা। বুধবার, শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিরোধীর তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বাংলার বঞ্চনা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘বিজেপি সব কিনে নিয়েছে! ১০০ দিনের কাজ। আবাস যোজনা, রাস্তার কাজের টাকা দেয়নি। GST-র নামে কর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।”

এরপরেই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “যাদের আছে ভুরি ভুরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।”

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব দলেই ভাল এবং খারাপ আছে। CPM বা ও দিক থেকে আসা লোক অন্যায় করতে পারে। ব্যবস্থা নিয়েছি।”

কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজ নিয়ে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশকে ভিখারি করে দিয়ে তৃণমূলকে চোর বলে! যাদের কোটি কোটি টাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। সিপিএম থেকে আসা কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। কৃষ্ণ কল্যাণী, তন্ময়কে থ্রেট করল, গুটি গুটি পায়ে ইনকাম ট্যাক্স চলে গেল।” আগামী দিনে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, প্রত্যেকের দেনা-পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেবেন বলে হুঙ্কার দেন মমতা।