সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে শাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল লিগ পর্বে ম্যাচে মাত্র দু’টিতে জয় পায়। এমনকি হারের মুখ দেখে নেদারল্যান্ডসের কাছেও। আর এর পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।
জানা যাচ্ছে, কমিটিতে রাখা হয়েছে বিসিবির তিন জন ডিরেক্টরকে। তাঁরা হলেন এনায়েত হোসেন, মাহবুব আনাম এবং আক্রম খান। ক্রিকেটার এবং দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ খুঁজবে এই তিন সদস্যের কমিটি। তারপর তারা রিপোর্ট দেবে বোর্ডকে। আক্রমেরা বোর্ডকে প্রয়োজনীয় সুপারিশও করবেন। শুধ তাই নয়, দলে কী কী পরিবর্তন দরকার, প্রস্তুতিতে কী ধরনের খামতি ছিল এই সব কিছুই খতিয়ে দেখবেন কমিটির সদস্যেরা।
খারাপ পারফরম্যান্সের পাশাপাশি, শাকিব এবং লিটন দাস প্রতিযোগিতার মাঝে একাধিক বার দেশে ফিরেও বিতর্ক তৈরি করেছিলেন। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ভূমিকার তীব্র সমালোচনা করেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারেরা প্রায় কেউ ফর্মে ছিলেন না। অধিকাংশ ম্যাচে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্রিকেটই খেলতে পারেনি শাকিবেরা। দলের এই বেহাল দশার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।
আরও পড়ুন:এশিয়া কাপে বাড়তি খরছ, জয় শাহ’র কমিটির কাছে অর্থ দাবি করল PCB