বকেয়া ১৬০ কোটি, স্পনসরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ BCCI-এর : রিপোর্ট

0
3

প্রাক্তন স্পনসর বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসাবে চুক্তি শেষ হয়ে গিয়েছে বাইজু’স-এর। নতুন স্পনসর অ‍্যাডিডাসের আগে ভারতীয় দলের স্পনসর ছিল বাইজু’স। বিসিসিআইয়ের অভিযোগ বাইজু’সের কাছে এখনও তাদের ১৬০ কোটি টাকা বকেয়া আছে। সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে বোর্ড। জানা যাচ্ছে, ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ অভিযোগ করেছে বিসিসিআই।

এই নিয়ে বোর্ডের দাবি, বাইজু’সের কাছে ছ’মাসের উপর টাকা বকেয়া রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাইজু’স-এর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বোর্ডের। সেই সময় পর্যন্ত সব টাকা মিটিয়ে দিয়েছিল বাইজু’স। কিন্তু যত দিন না নতুন জার্সি স্পনসর পাওয়া যাচ্ছে তত দিন বাইজু’স-কে থেকে যাওয়ার অনুরোধ করে বোর্ড। সেই মতো, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতীয় দলের জার্সি স্পনসর ছিল বাইজু’স। বোর্ডের অভিযোগ, শেষ ছ’মাসেরই টাকা মেটায়নি বাইজু’স। সেই কারণেই আইনি পদক্ষেপ করেছে তারা। যদিও এই নিয়ে বাইজু’স অবশ্য জানিয়েছে, বোর্ডের সঙ্গে তাদের কথাবার্তা চলছে।

আরও পড়ুন:ভারতীয় দলের দায়িত্বে ফের দ্রাবিড়, নতুন চুক্তির পর কী বললেন ভারতীয় দলের কোচ?