লাগাতার বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে বাংলার শাসকদল তৃণমূল। এরইমাঝে আগামীকাল বুধবার শহরে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ শাহি সভার দিন কালা দিবস পালনের ডাক দিল তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছে পারিষদীয় দল।
বছরের পর বছরের ধরে রাজ্যের ১০০ দিনের কাজ সহ অন্যান্য একাধিক প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। এই বিষয়ে সরকারিভাবে আলোচনার জন্য তৃণমূলের তরফে মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়া হলেও দেখা করেনি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অথচ সংবাদমাধ্যমের কাছে তিনি অভিযোগ করেছেন, এইসব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে আটকে রাখা হয়েছে টাকা। রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁর। এই তত্ত্ব প্রমাণ করতেই আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির সভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্যা অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে তৃণমূল।
এদিকে মঙ্গলবার রাজ্যেরর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু দুর্নীতি ইস্যুতে মুলতবি প্রস্তাব শুধু পড়তে দেওয়া হয়। তা নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় স্পিকারের সামনেই অধিবেশনের মধ্যে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বাকিরা স্লোগান দিতে থাকে। এর পরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন তাঁরা। এপ্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “সবকিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। যারা এরকম মুলতুবি প্রস্তাব আনছে, তাঁদের জিজ্ঞাসা করুন এটা কি আদৌও উচিত?”