পাকিস্তানের (Pakistan)সঙ্গে ভারতের কোনও ক্ষেত্রেই সমঝোতা হতে পারে না। তাই এবার পাকিস্তানের শিল্পীদেরও ভারতে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার মানসিকতাকে তিরস্কার করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)।শুধু তাই নয় আজ সুপ্রিম কোর্ট এদেশে পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আবেদনও খারিজ করে দিয়েছে। বম্বে হাই কোর্টেও (Bombay High Court)এই পিটিশন খারিজ হয়েছিল। আজ থেকে ৬ বছর আগে উরি হামলার পর থেকেই পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association)। পাকিস্তানি শিল্পীদের উপর পাকাপাকি নিষেধাজ্ঞা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি। ২০১৬ সালে তাঁর আবেদন, পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করুক তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। এর শুনানিতে আজ শীর্ষ আদালত জানায়, দেশপ্রেমী হতে গেলে অন্য দেশের নাগরিকদের প্রতি বিরূপ মনোভাব থাকা দরকার নেই। বিশেষত প্রতিবেশী দেশগুলোর প্রতি তো একেবারেই নয়। এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানায়, “এই পিটিশন নিয়ে এগনোই উচিত নয়। এত সংকীর্ণ মনের পরিচয় দেবেন না। এই ঘটনা মোটেও ভাল উদাহরণ নয়।”







































































































































