৯৩ হাজার কোটির অসুরক্ষিত ঋণ! চিন্তা বাড়ছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির

0
1

একদিকে যখন নন-ব‌্যাঙ্কিং ফিন‌্যান্স সংস্থা (ANBFC) এবং ডিজিটাল ঋণ পরিষেবা অ‌্যাপ পরিচালনাকারী ফিনটেক সংস্থাগুলির অসুরক্ষিত ঋণ বাড়ছে বলে দাবি করছে ব্যাঙ্ক, অন্যদিকে তখন আর একটি রিপোর্ট প্রকাশ্যে এলো যেখানে দেখা যাচ্ছে অসুরক্ষিত ঋণের পর্বত চূড়ায় বসে রয়েছে দেশের ব্যাঙ্কগুলি। যে বিপুল পরিমাণ অসুরক্ষিত ঋণের অঙ্ক প্রকাশ্যে এসেছে তা আদায়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ‌্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ব‌্যাঙ্কগুলির বাজারে ছড়িয়ে থাকা ১৩.৩২ লক্ষ কোটি টাকার মোট ঋণের সাত শতাংশই অসুরক্ষিত ঋণ। যার পরিমাণ ৯৩,২৪০ কোটি টাকা। কিন্তু কী এই অসুরক্ষিত ঋণ? জানা যাচ্ছে, কোনও গ‌্যারান্টার ছাড়াই যে ঋণ দেওয়া হয়েছে তাঁকেই বলা হয় অসুরক্ষিত ঋণ। এগুলি মূলত ব‌্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন। ব‌্যাঙ্কের ভাষায় এগুলিকে স্পেশ‌াল মেনশন অ‌্যাকাউন্ট (SMA) বলা হয়। এর তিনটি ভাগ রয়েছে– এসএমএ-০, এসএমএ-১ এবং এসএমএ-২। ২০২৩-এর ৩১ মার্চের হিসাবে সরকারি ব‌্যাঙ্কে এসএমএ মোট ঋণের ৯.৯ শতাংশ, যেখানে বেসরকারি ব‌্যাঙ্কে চার শতাংশ। কেয়ার রেটিং-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব‌্যাঙ্কে এসএমএ-০, এসএমএ-১ এবং এসএমএ-২ ক‌্যাটেগরিতে অসুরক্ষিত ঋণের পরিমাণ মোট ঋণের ৭ শতাংশ।