লোনের টাকা আদায় করতে যাওয়াই কা.ল! হাঁ.সুয়ার কো.পে ম.র্মান্তিক প.রিণতি ব্যাঙ্ক কর্মীর

0
1

পেশায় ব্যাঙ্ককর্মী (Bank Staff)। লোনের (Loan) টাকা আদায় করতেই গিয়েছিলেন গ্রাহকের বাড়িতে। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ওই কর্মীর। পুলিশ সূত্রে খবর, লোনের কিস্তির টাকা আনতে গিয়ে ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে এজেন্টকে খুনের অভিযোগ ওঠে। মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার নওপুকুরিয়ার ঘটনা। মৃত ওই বেসরকারি ব্যাঙ্ক কর্মীর নাম জাহাঙ্গির আলম (Jahangir Alam)। মুর্শিদাবাদের (Murshidabad) সাগর পাড়া থানা এলাকার বাসিন্দা তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ নওপুকুরিয়ায় নিমেশ ঘোষের বাড়িতে কিস্তির টাকা আনতে গিয়েছিলেন জাহাঙ্গির। তবে সে সময়ে তিনি হাতে না পেয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলে ফিরে আসছিলেন তিনি। অভিযোগ, ফেরার সময়েই তাঁর উপর পথে হামলা চালান নিমেশ ঘোষ। পিছন থেকে একেবারে ব্যাঙ্ক কর্মীর গলায় হাঁসুয়ার কোপ দিয়ে বসেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গির। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গিরকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক নিমেশ। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।