অবশেষে তিনি পারলেন! ২৫ বছরের চেষ্টায় অঙ্কে এমএসসি পাশ করলেন রাজকরণ

0
3

ইচ্ছে আর জেদ থাকলে যে মানুষ সবকিছুই করতে পারে তা আরও একবার প্রমাণ করে দেখালেন রাজকরণ বরউয়া। নিজের স্বপ্ন পূরণ করতে এক-দু বছর নয়, লাগিয়ে দিলেন জাবনের ২৫টা বছর। ২৩ বার ব্যর্থ হওয়ার পর শেষমেষ জীবনের কাঙ্খিত সাফল্য পেলেন তিনি। হলেন অঙ্কে এমএসসি।

৫৬ বছরের রাজকরণ জীবনের প্রায় অর্ধেকটা কাটিয়ে দিলেন তাঁর স্বপ্নপূরণের জন্য। ২৩ বার তিনি ব্যর্থ হয়েছেন এমএসসি পরীক্ষায়। কিন্তু হাল ছাড়েননি। এরই মাঝে সিকিউরিটি গার্ড হিসাবে মাসিক ৫০০০ টাকা বেতনে কাজ করেছেন। দিনের বেলায় বসে থাকতেন না। থাকা, খাওয়া এবং মাসিক দেড় হাজার বিনিময়ে একটা বাংলোবাড়ির দেখভাল করতেন।

পরীক্ষার জন্য গত ২৫ বছরে বই কেনা, পরীক্ষার ফি দেওয়া, এমএসসি ডিগ্রি পাওয়ার জন্য প্রায় ২ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন রাজকরণ। এত প্রতিকূলতা স্বত্তেও তিনি তাঁর ভালোবাসাটা বাঁচিয়ে রেখেছিলেন এবং অবশেষে পেলেন তাঁর কাঙ্ক্ষিত ডিগ্রি – অঙ্কে এমএসসি। শেষ পর্যন্ত তিনি তিনি গর্ব করে বলতে পারেন, “মেরে পাস ডিগ্রি হ্যায়”।

আরও পড়ুন- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাথায় খিচুড়ি ঢেলে দিলেন গ্রামবাসীরা!