লেকটাউনে ফ্ল্যাটের মধ্যে অ.গ্নিদগ্ধ হয়ে মৃ.ত্যু ছেলের, জ.খম মা

0
1

সোমবার গভীর রাত আনুমানিক ১.১৫ মিনিট নাগাদ কালিন্দি হাউসিং স্টেটের ২/৩ ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। বিপদ বুঝে তাঁরা দ্রুত খবর দেন দমকল এবং লেকটাউন থানাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। এরপর স্থানীয়দের চেষ্টায় ঘরের মধ্যে থাকা মা সোনালী বিশ্বাস (৬৫) ছেলে অরিন্দম বিশ্বাস (৪৫) উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসাররা অরিন্দম বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন, তবে মা সোনালী বিশ্বাসের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। গোটা ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।

আরও পড়ুন:জোরকদমে চলেছে উদ্ধারকাজ! আর কত দূরে শ্রমিকরা? বড় আপডেট উদ্ধারকারী দলের