কলকাতায় বৃদ্ধকে কু.পিয়ে খু.ন! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশের জালে অ.ভিযুক্ত

0
1

কলকাতার (Kolkata) লেদার কমপ্লেক্স থানা (Leather Complex) এলাকায় বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় তাঁর ভাগ্নি-জামাইকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। মঙ্গলবার সকালেই বারুইপুর (Baruipur) থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করেছে কেএলসি থানার পুলিশ। সোমবার ভোরে চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন ৬৬ বছরের ভোলা শেখ। চামড়ার কারখানার ওই কর্মীকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা। সেই আক্রোশেই ভাগ্নি-জামাই তাঁকে খুন করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সোমবার এলাকার তারদহ বাজার এলাকার একটি হাই স্কুলের কাছে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধের পেটে ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন মেলে। তবে সোমবার দুর্ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার অভিযুক্ত।