‘হাফ বিছানা সঙ্গী’ চাইছেন তরুণী! বিজ্ঞাপন দিলেন সোশ্যাল মিডিয়ায়

0
2

প্রয়োজনের তাগিদে মানুষ অনেকসময় নিজের সর্বস্ব বিক্রি করে দেন। আবার অনেকে ভাবেন যদি কিছু জিনিস বন্ধক রেখে কাজ চালানো যায় তাহলেও মন্দ হয় না। অনেকে আবার নিজের সম্পত্তি ভাড়া দেন। সেটা বাড়ি বা ঘর হতে পারে আবার কখনও আসবাবপত্র। কিন্তু তাই বলে বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার কথা কেউ কখনও ভেবেছেন কি? অথচ বাস্তবে এই কাণ্ড করে দেখিয়েছেন কানাডার এক তরুণী আনিয়া অ্যাটিঙ্গার (Anya Atinger)। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নিজের বিছানার অর্ধেকটা ভাড়া (rent half of the bed)দেওয়ার ইচ্ছে প্রকাশ করে সকলকে চমকে দিয়েছেন।

কানাডার টরোন্টোর একটি বাড়িতে থাকেন ওই মহিলা। তিনি বলছেন সত্যি তাঁর টাকার বড় দরকার। আর ঠিক সেই কারণের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ৯০০ কানাডিয়ান মুদ্রার বদলে নিজের মাস্টার বেডরুমের ক্যুইন সাইজ বেড অর্ধেক ভাড়া দিতে চেয়েছেন তিনি। গত মাসেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকের মার্কেটপ্লেসে। সেখানে তিনি জানিয়েছেন যে বাড়িটিও শহরের কোলাহলের বাইরে কিছুটা শহরতলি ঘেঁষা এলাকায়। তাঁর ঘর থেকে হ্রদের দৃশ্য দেখা যায় বলেও উল্লেখ করেছেন তিনি। এই প্রথম নয়, এর আগেও একজনের সঙ্গে বিছানা ভাগ করে নিয়েছেন তিনি এবং সেই বিছানা সঙ্গী কখনও তাঁকে নিয়ে কোনও অভিযোগ করেননি। কিন্তু এই খবর নিয়ে সমাজমাধ্যমে বেশ কিছু কুরুচিপূর্ণ পোস্ট চোখে পড়ছে। অনেকেই আবার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। যদিও কানাডিয়ান মহিলা বিছানার ভাড়াটে হিসেবে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন।