আচমকাই অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। আর সেকারণেই সোমবার রাতে তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালের (SSKM) কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে (ICCU)। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়র অবস্থা কিছুটা জটিল হলেও তিনি বর্তমানে বিপন্মুক্ত। সূত্রের খবর, সোমবার রাতে রক্তচাপে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। আর তারপরই তাঁকে আইসিসিইউতে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিক্যাল বোর্ড জ্যোতিপ্রিয়কে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর।
উল্লেখ্য, রেশন বন্টন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। সেখানে তিনি অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যে মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালে। স্নায়ু, হৃদ্রোগ, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও মেডিক্যাল বোর্ডে রয়েছেন কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞও।
জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম থেকেই সুগারের রোগী। গ্রেফতারির প্রথম দিন থেকেই তাঁর নানা ধরনের অসুস্থতা ধরা পড়ে। মন্ত্রীর চোখেমুখেও অসুস্থতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। পাশাপাশি শরীরের বাঁ দিকের অংশ অসাড় হয়ে যাওয়ার কথা আগেও একাধিকবার জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এবার ফের একবার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের মন্ত্রী।