রাজ্য সরকারের উদ্যোগে খুব দ্রুত পুনরুজ্জীবন হতে চলেছে ঢাকেশ্বরী কটন মিল। তালিকায় রয়েছে বেলুড়ের ‘নিসকো’ কারখানাও। জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডাঃ শশী পাঁজা। তাঁর কথায়, রাজ্যে শিল্পের জোয়ার আনতে বরাবর উদ্যোগী রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল লজিস্টিকস পলিসি, ওয়েস্ট বেঙ্গল ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসি, এক্সপোর্ট, গ্রিন হাইড্রোজেন পলিসি এর অন্যতম৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের ‘লিজ হোল্ড টু ফ্রি হোল্ড পলিসি’র অধীনে ঢাকেশ্বরী কটন বা বেলুড় ‘নিসকো’র মতো রাজ্যের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলিকে আবারও সক্রিয় করা হবে৷ সংশ্লিষ্ট শিল্পক্ষেত্র দুটিকে নিয়ে ইতিমধ্যে বহুদূর অগ্রসর হয়েছে রাজ্যের শিল্প বাণিজ্য দফতর।
আরও পড়ুন- ব্রডকাস্টিং বিল: ওটিটি প্লাটফর্ম-খবরে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চায় কেন্দ্র