২০২৪ আইপিএল-ই হয়তো শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। ২০২৪ আইপিএল-এ দলকে নেতৃত্ব দেবেন তিনি। এবার প্রশ্ন ধোনি অবসর নিলে কে হবেন সিএসকের নতুন অধিনায়ক। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বোলার রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে সিএসকের অধিনায়কের দৌড়ে এগিয়ে রুতুরাজ গায়কোওয়াড। নিছের ইউটিউব চ্যানেলে এমনটাই বললেন অশ্বিন।

এদিন অশ্বিন বলেন,”পরের বার নতুন অধিনায়ক বাছতে হতে পারে চেন্নাইকে। আমার বিশ্বাস দৌড়ে এগিয়ে রুতুরাজ। কারণ, ইতিমধ্যেই ও ভারতকে নেতৃত্ব দিয়েছে। এশিয়া কাপ জিতেছে। তাই ওর উপরেই ভরসা রাখবে চেন্নাই।”

এরপরই অশ্বিন বলেন,” বেন স্টোকস থাকলে ওর সম্ভাবনা ছিল অধিনায়ক হওয়ার। ওকে ছেড়ে দিয়েছে চেন্নাই। মইন আলির সম্ভাবনাও কম। রবীন্দ্র জাদেজা একবার অধিনায়ক হয়েছিল। কিন্তু ও ব্যর্থ হয়েছে। তাই ওকে আর দায়িত্ব দেওয়া হবে না। সে ক্ষেত্রে এগিয়ে রুতুরাজ।”
আরও পড়ুন:কলকাতার মেন্টর হয়েই রোহিতকে আ.ক্রমণ গম্ভীরের, কিন্তু কেন?










































































































































