বড় সাধের ছিল বাড়ির পোষা বিড়ালটি (Cat)। আর আদরের পোষ্যকে বাঁচাতে গিয়েই মর্মান্তিক পরিণতি এক মহিলার (Woman)। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জনা দাস (Anjana Das)। বয়স ৩৫ বছর। সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী টালিগঞ্জের (Tollygaunge) ৭০, লেক অ্যাভিনিউ। স্থানীয় সূত্রে খবর, এদিন বাড়ির সকলের চোখ এড়িয়ে আটতলার কার্নিশে চলে যায় বিড়ালটি। আর সেখান থেকে তাকে প্রাণে বাঁচাতে গিয়েই টাল সামলাতে না পেরে আটতলা থেকে পা ফসকে একেবারে নীচে পড়ে যান মহিলা। দুর্ঘটনার জেরে সঙ্গেসঙ্গেই মৃত্যু হয় মহিলার। তবে দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে খবর, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গেই থাকতেন অঞ্জনা। স্বামীর সঙ্গে বর্তমানে তাঁর বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন অঞ্জনা। সোমবার সকালে সেই বিড়াল খেলতে খেলতে সোজা ছাদে উঠে যায়। এরপরই খেলতে খেলতেই সে ছাদ থেকে কার্নিশে নেমে পড়ে। এরপর বিষয়টি নজরে আসতেই সাধের বিড়ালকে বাঁচাতে অঞ্জনা নিজেও কার্নিশে নামতে গেলে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
বহুতলের আবাসিকেরা জানিয়েছেন, সোমবার বিপজ্জনকভাবেই বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই মহিলা। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারান তিনি। আটতলা থেকে পড়ে যান নীচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।