অসময়ে বৃষ্টির (Sudden Rain) জেরে বড় অঘটন মোদিরাজ্য গুজরাটে (Gujrat)। বজ্রাঘাতের (Thunderstorm) জেরে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। এছাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, আচমকা বজ্রপাতের জেরে গুজরাটের ১৩ জেলায় মোট ২৪ জন মারা গিয়েছেন। পাশাপাশি অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এদিন ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে সোমবার সাফ জানানো হয়েছে, এদিন গুজরাটের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমলেও দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্রের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৫২টি ব্লকের মধ্যে ২৩৪টি ব্লকেই রবিবার বৃষ্টি হয়েছে৷ সুরাট, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে খবর। এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, খারাপ আবহাওয়া ও বজ্রপাতের কারণে গুজরাটে বহু মানুষের মৃত্যুর খবরে আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ગુજરાતના વિવિધ શહેરોમાં ખરાબ હવામાન અને વીજળી પડવાને કારણે અનેક લોકોના મોતના સમાચારથી ખૂબ જ દુઃખ અનુભવુ છું. આ દુર્ઘટનામાં જેમણે પોતાના પ્રિયજનોને ગુમાવ્યા છે તેમની ન પૂરી શકાય તેવી ખોટ પર હું તેમના પ્રત્યે મારી ઊંડી સંવેદના વ્યક્ત કરું છું. સ્થાનિક વહીવટીતંત્ર રાહત કાર્યમાં…
— Amit Shah (@AmitShah) November 26, 2023