কেন গলার স্বরের নমুনা দিতে পারছেন না সুজয়কৃষ্ণ? রিপোর্ট প্রকাশ্যে আনল SSKM

0
1

মানসিক সমস্যা (Mental Problem) দেখা দিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)। এমনই রিপোর্ট সামনে আনল এসএসকেএম (SSKM) হাসপাতাল। আর সেকারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। এমন রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

তবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের এমন রিপোর্ট সামনে আসতেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানিয়েছে, অকারণে এই প্রক্রিয়াটিতে দেরি করা হচ্ছে। এদিকে এসএসকেএম কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ না করার জন্য যে যুক্তি দিচ্ছেন, তা একেবারেই ভিত্তিহীন বলে অভিযোগ ইডি আধিকারিকদের। পাশাপাশি সুজয়কৃষ্ণকে যে মেডিক্যাল বোর্ড দেখছে, তার নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গত শুক্রবারই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ESI হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেয় ইডি-র বিশেষ আদালত। শুক্রবার, আদালতে ইডির অভিযোগ, সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টালবাহানা করছে এসএসকেএম। সেই প্রেক্ষিতেই এবার এই নির্দেশ দেয় আদালত।