এসএসকেএমের ম.র্গ থেকে ব.ন্দির দে.হ উধাও, মা.মলা হাইকোর্টে

0
1

এসএসকেএম হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা। সাজাপ্রাপ্ত বন্দীর মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়ার অভিযোগ। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রের খবর, মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বাড়িওয়ালা খুনের অপরাধে গ্রেফতার করা হয় বিপ্লব পোল্লে নামে এক ব্যক্তিকে। ওই ধৃত ব্যক্তির বাড়ি হাওড়ার আমতায়। তখন ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জেলা আদালত। ২০১৩ সাল থেকে জেল খাটছিলেন বাবলু পোল্লে। তাঁর বন্দিদশার প্রথম দিকে হাওড়া জেলে রাখা হলেও ২০১৯ সাল থেকে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। গত ২০ নভেম্বর জেলের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। মৃতদেহ রাখা ছিল এসএসকেএম হাসপাতালে মর্গে। নিহতের পরিবারের তরফের আইনজীবী আদালতে জানিয়েছেন, গত ২১ তারিখ ম্যাজিসট্রেটের উপস্থিতিতে দেহ ময়ানতদন্তের কথা ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন মর্গে দেহ নেই। দেহ লোপাটের অভিযোগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।